ষড়যন্ত্র ও খুনতন্ত্র এখন হাত ধরাধরি করে চলে
ঢাকা : এই সরকারের আমলে ষড়যন্ত্র, খুনতন্ত্র আর লুটপাটতন্ত্র হাত ধরাধরি করে চলে। সেজন্যই এখানে প্রাণবিনাশী দুষ্কৃতিকারীরা নির্বিঘ্নে তাদের দুষ্কর্ম সংঘটন করতে পারে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন।
রিজভী দাবি করেন, ‘দেশে যত অরাজকতার কুজ্ঝটিকা পরিব্যাপ্ত হবে, ততই শেখ হাসিনার জন্য মঙ্গলজনক। কারণ, এহেন অস্থিতিশীল পরিস্থিতি প্রধানমন্ত্রীকে স্বস্তি দেয়, তার টিকে থাকা নিশ্চিত হয়। মানুষ তার অবৈধ ক্ষমতা গ্রহণ নিয়ে মাথা ঘামাবে না, এটাই তো তিনি মনেপ্রাণে চান।’
তিনি আরো বলেন, ‘এই অবৈধ সরকারের আমলে ষড়যন্ত্র, খুনতন্ত্র আর লুটপাটতন্ত্র হাত ধরাধরি করে চলে। আর সেজন্যই এখানে প্রাণবিনাশী দুষ্কৃতিকারীরা নির্বিঘ্নে তাদের দুষ্কর্ম সংঘটন করতে পারে। কারণ, এই ভোটারবিহীন সরকারের আমলেই কারাগারে বন্দী জঙ্গিরা পুলিশের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হয়।’
কোনো সরকার যদি বেআইনি হয়ে পড়ে, তখন তার দ্বারা আর দুষ্টের দমন ও শিষ্টের পালন সম্ভব হয় না মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার বেআইনি হয়ে গেলে তার দ্বারা জনগণের ঘাড় মটকানো ছাড়া অন্য কিছুই করা সম্ভব হয় না। তখন অনাচার আর দুর্বৃত্তায়িত রাজনৈতিক চক্র গড়ে তোলাই সেই সরকারের একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। বর্তমানে জবরদস্তিমূলক সরকার রাষ্ট্র পরিচালনায় সকল দিক থেকে ব্যর্থ হয়ে সেই ম্যালিগনেন্ট ডেভিলেরই প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।