৫০ কুকুরকে জ্যান্ত পুড়িয়ে মারলো গ্রামবাসী
ঢাকা : চেন্নাইয়ের ৫০ কিমি দূরবর্তী মেলমারুভাথুরের খিজামপুর গ্রামে কমপক্ষে ৫০টি রাস্তার কুকুরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। কুকুরগুলোকে প্রথমে খাবারের সাথে কীটনাশক জাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করা হয়, তারপর গায়ে আগুন ধরিয়ে মারা হয়।
পুলিশ জানিয়েছে, ভেড়ার পালে আক্রমণ করায় প্রতিহিংসা পরায়ণ হয়ে গ্রামের অল্প কয়েকজন মানুষ কুকুরগুলোকে মেরেছে। ঘটনার পরপর একজন গ্রামবাসী প্রাণী অধিকার কর্মী পি অশথকে খবর দিলে প্রায় ৪ দিন পরে ঘটনা জানাজানি হয়।
অশথের অভিযোগের উপর ভিত্তি করে মেলমারুভাথুর পুলিশ গ্রামের বেশ কয়েকজন জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে। পুলিশের বক্তব্য মতে, অভিযুক্তরা দাবি করেছে ভেড়ার পালে হামলা চালিয়ে বেশ কয়েকটি ভেড়াকে আহত করেছে স্থানীয় রাস্তার কুকুর। অনেক ভেড়া কুকুরের কামড়ে পরবর্তীতে মারা গেছে।
যদিও অশথ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, কুকুর পোড়ানোর ঘটনায় কন ভেড়া কিংবা ছাগলের হামলার ঘটনা জানা যায় নি।তিনি আর বলেন, তিনি যখন প্রথম এই ঘটনার সত্যতা জানতে যান তখন গ্রামের মাতব্বররা ব্যাপারটা অস্বীকার করে। কিন্তু তার কাছে প্রমাণ রয়েছে যে কমপক্ষে ৫০টি কুকুর জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। তিনি আধপোড়া অনেক কুকুরের দেহ উদ্ধার করেছেন।