এক আমের ওজন ৪ কেজি!

2016_06_16_16_14_34_niTwFqyMFMMo5LVu6pySTtitEk2411_original

ঢাকা : আমের নাম ব্রুনাই কিং, পরিপক্ক লম্বাকৃতির প্রতিটি আমের ওজন প্রায় চার কেজি! রাজধানীর খামারবাড়ীতে শুরু হওয়া তিন দিনব্যাপি জাতীয় ফল মেলায় এ ধরনের দেখা মিলবে। আকর্ষণীয় এই আমটি মেলায় শুধুই প্রদর্শনীর জন্য রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুন) ফল মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়।

সরেজমিনে দেখা যায়, মেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে ব্রুনাই কিং জাতের আম প্রদর্শিত হচ্ছে। নতুন এই জাতের আমআমগুলো লম্বায় ১২ ইঞ্চি এবং ব্যাস ১৬ ইঞ্চি। বিশাল আকারের এই আম দেখতে স্টলটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

স্টলের কর্মকর্তা শারমিন আক্তার বাংলামেইলকে বলেন, ‘খোসা পাতলা ও আটি ছোটাকারের এই আমটি মাগুড়া থেকে সংগ্রহ করা হয়েছে। ব্রুনাইয়ের রাজপরিবারের বাগান পরিচর্যার কাজ করতেন মাগুড়ার আতিয়ার রহমান মোল্লা। তার প্রতিবেশি ইউসুফ আলী আমগাছের চারটি ‘শাইওন’ (গাছের মাথার কচি ডাল বা ডগা) নিয়ে আসেন। সেটি দিয়ে তিনি বাড়িতে দেশি জাতের আমগাছে কলম করেন। দুই বছর পর ২০১৫ সালে ওই কলমের গাছে চার থেকে পাচঁ কেজি ওজনের আম ধরে।’

পরে ওই আমের চারাটি কৃষি বিভাগের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে আনা হয় বলে জানান সরকারি এই কর্মকর্তা। মিরপুর থেকে মেলায়ে এসেছেন হাফিজুর রহমান। কথা হয় তার সঙ্গে। তিনি বাংলামেইলকে বলেন, ‘পেপের মত এই আমটি দেখতে দারুণ। মেলায় আগতদের মূল আকর্ষণই যেন এই ব্রুনাই কিং আম। মেলায় যদি আমগুলো বিক্রি হতো তাহলে মানুষের কৌতুহল কমতো। আশা করি, খুব শিগগিরই এই জাতের আম বাণিজ্যিকভাবে চাষ হবে।’

এদিকে মেলায় অঞ্চলভেদে বিভিন্ন ফলের পৃথক স্টল রয়েছে৷ উত্তরাঞ্চলের ফল, ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চলের ফল, উপকূলীয় অঞ্চলের ফল, পাহাড়ি অঞ্চলের ফল ইত্যাদি ভাগে ফলের পসরা নিয়ে বসেছে তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল বসেছে মেলায়।

মন্তব্য