শিক্ষক হত্যাচেষ্টা: ১০ দিনের রিমান্ডে ফাহিম

2016_06_17_10_46_24_xistjvCl1WDqU1oF5YUNRIS2mURjVg_original

মাদারীপুর: মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি সদস্য গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ফাহিমকে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করে।

রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) শুকদেব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার (১৫ জুন) বিকেলে মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায় সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর বাসায় যান কয়েকজন যুবক। তারা বাসার কড়া নেড়ে ঘরে ঢোকে। এরপর চাপাতি দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে। শিক্ষকের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে হামলাকারী যুবককের মধ্যে গোলাম সাইফুল্লাহ ফাহিম নামে একজনকে আটক করে।

পরে আহত শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঘটনার একদিন পরেও শিক্ষকের পক্ষ থেকে কেউ থানায় মামলা না করায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা করে। তদন্তের দায়িত্ব দেয়া হয় সদর থানার উপপরিদর্শক (এসআই) বারেক করিম হাওলাদারকে।

এদিকে, শিক্ষকের ওপর হামলার ঘটনায় আটক ফাহিমকে নিয়ে বুধ ও বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানের অগ্রগতি বা নতুন কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। পুলিশ ছাড়াও গোয়েন্দা সংস্থার একাধিক টিমসহ মাদারীপুর সদর থানায় গঠিত ১২ সদস্যের একটি দল মাঠে রয়েছে।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) শুকদেব রায় জানান, প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেনি। অবশেষে থানার এস আই আইয়ুব আলী বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় আটক একজনের দেয়া তথ্য অনুযায়ী অন্যদের ধরতে অভিযান চলছে।

আহতের পরিবার ও শেবাচিম হাসপাতাল সূত্রমতে, প্রভাষক রিপন চক্রবর্তীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

প্রসঙ্গত, গত ১৫ জুন বিকেল ৫টার দিকে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। প্রভাষকের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসে। পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে গোলাম সাইফুল্লাহ ফাহিম (২০) নামে একজন। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

মন্তব্য