সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হলেন খাদ্যের নুরুজ্জামান

2016_06_19_18_13_49_uxOaUyLSrmqQh87Y0bPi654JaFgNXS_original (1)

ঢাকা : খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে সরকার। প্রায় একমাস নিজের আওতায় রাখার পর মন্ত্রণালয়ে কাউকে নিয়ে আসলেন প্রধানমন্ত্রী।

রোববার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

২০১৪ সালে আওয়ামী লীগ সরকার টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেন সৈয়দ মহসিন আলীকে। তার সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান প্রমোদ মানকিন। দুজনই পরপর মারা গেলে ফাঁকা হয়ে যায় মন্ত্রণালয়টি। এরপর নিয়ম অনুসারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর অধীন।

এদিকে গেলবছর ১৪ জুলাইয়ে সরকারের দেড় বছরের মাথায় নতুন কজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করা হয়। তাদের সঙ্গে খাদ্য প্রতিমন্ত্রণালয়ে যোগ দেন লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান আহমেদ। প্রায় একবছর পর পরিবর্তন করে নতুন মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন নুরুজ্জামান।

সাংসদ নুরুজ্জামানের বাবা করিম উদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭৩ সালের নির্বাচনে করিম উদ্দিন আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য