সিএমএইচে ভর্তি করা হল জেনারেল মাহবুবকে

2016_06_20_11_25_43_cZcTEsaqAvqCcuVgMCMzY6MXod9cwa_original

ঢাকা : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুর সোয়া ৩টায় দিনাজপুর হার্ট ফাউন্ডেশন থেকে ভাড়া করা হেলিকপ্টারে করে জেনারেল মাহবুবকে সিএমএইচে আনা হয়। তার স্ত্রী ‘আহত’ অধ্যাপিকা নাদিরা মাহবুবকেও সেখানে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। দিনাজপুরের বাসা থেকে নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। কিন্তু দিনাজপুর-সৈয়দপুর সড়কের দশমাইল এলাকায় পৌঁছালে নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি ও তার স্ত্রী অধ্যাপিকা নাদিরা মাহবুবের মাথায় গুরুতর আঘাত লাগে।

তার সঙ্গে অন্য গাড়িতে থাকা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বলসহ নেতাকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান। দুর্ঘটনায় জেনারেল মাহবুব অজ্ঞান হয়ে পড়লেও হাসপাতালে নেয়ার পর তার জ্ঞান ফেরে। তারা নিউরোলজি বিভাগের চিকিৎসক বদরুল হাসান ও মাহবুবুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকরা শনিবার বাংলামেইলকে জানান, ‘অধ্যাপিকা নাদিরা মাহবুব কিছুটা সুস্থ আছেন। তবে মাহবুবুর রহমানের সিটি স্ক্যান করা হয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।’

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলে। তাছাড়া দিনাজপুর শহরেও তার বাড়ি আছে।

মন্তব্য