অবৈধ বিদেশি ৯১০, অভিযান চলছে

2016_02_14_12_53_08_3QXi3CFm7IFMI0UxlpzRwThUszyp0J_original

সংসদ থেকে : বর্তমানে ৯১০ জন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অবৈধ বিদেশিদের শনাক্ত করতে অভিযান চলছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক এক লাখ ১১ হাজার ৫৭৫ জন। ৯১০ জন বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশের বিশেষ শাখায় অবৈধ বিদেশিদের তালিকা সংরক্ষিত আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধ বিদেশিদের শনাক্ত করতে বিশেষ শাখাসহ আইন-শৃংখলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকুরিরত বিদেশির সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। তারা এদেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/ কারখানা ও উন্নয়নপ্রকল্প এবং বিদ্যুৎ সেক্টরে কাজ করছেন।

এ ছাড়া কিছু ভারতীয় চিকিৎসাসেবায় নিয়োজিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বলেও জানিয়েছেন মন্ত্রী।

সরকার দলের সংসদ সদস্য বজলুল হক  হারুনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা সুনির্দিষ্ট হওয়ায় বিদেশি ট্রলার, নৌকা ও মাঝিদের বাংলাদেশের জলসীমা ও সুন্দরবনের শেষ সীমানার ভিতর প্রবেশ করে মাছ শিকারের কোনো সুযোগ নেই।’

সুন্দরবনের শেষ সীমানায় অবৈধ মৎস্য শিকার শূন্যের কোটায় উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের জল সীমানায় বিদেশি জেলেদের যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রোধে কোস্টগার্ড ও নৌবাহিনী তৎপর।’

মন্তব্য