নাটোরে ২শ সিমসহ দুইজন আটক

2016_07_01_11_05_43_UboNXf1Uxla3me7sXxoqgB1Rs62gqp_original

নাটোর : সিম জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের কানাখালী মহল্লার ইফতেখার আলীর ছেলে আবিদ হোসেন (২৫) এবং মীরপাড়া মহল্লার মৃত আব্দুস সালামের ছেলে ফরহাদ হোসেন (২৫)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, আটকদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের রেজিস্ট্রেশন করা ২শ সিম উদ্ধার করা হয়। শহরের মোবাইল বাজার খ্যাত মসজিদ মার্কেট ও পার্শ্ববর্তী মোবাইল সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে ভিন্ন ভিন্ন গ্রাহকের নিবন্ধিত সিম জালিয়াতি করে ভুয়া পরিচয় ব্যবহার করে পুনরায় সেই সিম অন্য গ্রাহকের কাছে চড়া দামে বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অপারেটরের ভুয়া ব্যক্তির নামে নিবন্ধিত প্রায় দুইশটি সিম, ২টি ট্যাব ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের টেলিযোগাযোগ আইনে মামলা দিয়ে নাটোর থানায় সোপর্দ করা হয়।

 

মন্তব্য