পাঁচজনের একজন জঙ্গি নয়, শেফ

2016_07_02_23_25_28_k4PENEZlXMZtMUm016UH9XJNq37BAo_original

ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারীদের যে ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। শেফের পোশাক পরিহিত ওই যুবকের একটি ছবি সোশ্যাল সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো নিহতদের ৫ ছবিতেও এই যুবককে দেখা গেছে শেফের পোশাকে।

সন্দেহ আরো বাড়ে, কারণ বিতর্কিত ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্সের’ প্রকাশিত ছবিতে এই যুবকের ছবি ছিল না। তবে এবার পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকও আজ (রোববার) জানিয়েছেন, তিনি জঙ্গি কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশও।

রোববার (৩ জুলাই) ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


সাইটে প্রকাশিত পাঁচ যুবকের সঙ্গে এই যুবকের চেহারার মিল নেই

গুলশানের এই ঘটনার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান আইজিপি। তিনি বলেন, ‘এখনও তদন্ত চলছে। সেই সঙ্গে মামলার প্রস্তুতিও চলছে।’

অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে, কিন্তু পাঁচজনের ছবি কেন প্রকাশ করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি ছবি পাঠানোর কথা অস্বীকার করেন। কিন্তু গতকাল ১০টা ৫১ মিনিটে হেডকোয়ার্টারের মেইল থেকে ছবিগুলো এসেছে জানানো হলে আইজিপি বিষয়টি এড়িয়ে যান।

মন্তব্য