চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

2016_07_05_18_58_15_ymcHZd5aeTlvBFalKIkteA5IucL7fp_original

ঢাকা : বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য বুধবার (৬ জুলাই) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না, ঈদ হবে আগামী বৃহস্পতিবার।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে ও এশিয়ার কয়েকটি দেশে ঈদ পালিত হবে বুধবার।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের জানান, দেশের ৭টি বিভাগীয় ও ৬৪ জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই সারাদেশে ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার।

এর আগে সন্ধ্যায় ঈদের তারিখ ঠিক করতে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরী, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারি ও বাংলাদেশ টেলিভিশন, ঢাকা জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, জাতীয় মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার জামে মসজিদের প্রতিনিধিরা।

এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের প্রধান এ ধর্মীয় আনন্দ-উৎসবকে বরণ করে নিতে সারা দেশেই চলছে সাজ সাজ রব। ঘরে ঘরে বইছে খুশির বন্যা। পথে-ঘাটে সবখানে নেমেছে উৎসবমুখর মানুষের ঢল। প্রিয়জনদের সঙ্গে ঈদে শামিল হতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ।

সম্প্রতি রাজধানীর গুলশানে জঙ্গি হামলা, দেশের বিভিন্ন স্থানে খুন, পথের নানান বিড়ম্বনা সব ছাপিয়ে দেশের মানুষ এখন নিজেদের সম্প্রীতি আর সৌহার্দ্যে বাঁধতে যাচ্ছে, মেতে উঠতে যাচ্ছে ঈদ আনন্দে।

মন্তব্য