নর্থ-সাউথের প্রত্যেকের উপর নজরদারি হবে

2016_05_19_16_27_32_Fq2rqnqujkj012tSnaDRXvXCjONrb7_original

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গি তৎপরতা রোধে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ সন্তোষজনক নয়। তাদের পদক্ষেপ অনেকটা মূল বিষয়কে পাশ কাটিয়ে যাওয়ার মতো। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রত্যেকের উপর নজরদারি বাড়ানো হবে।

মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি তৎপরতা রোধে সন্দেহজনক কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও নজরদারিতে রাখা হবে।’

মন্ত্রী বলেন, ‘নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। তাদের ব্যাপারে বহুবার বৈঠক করেছি। সাম্প্রতিক ঘটনা যেভাবে নাড়া দিয়েছে তখন তো এতটা দেয়নি।’

কলেজ-বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে বিষয়টি মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানান মন্ত্রী। একইসঙ্গে এ ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শিগগিরই জঙ্গি সংক্রান্ত বিষয়ে শিক্ষা সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য