জাতীয় ঐক্য ইস্যুতে বুদ্ধিজীবীদের সঙ্গে বসবেন খালেদা

2016_07_03_20_43_41_TWhpwiEjs5UNVrBtdCmIHJU0Qmv2A4_original

ঢাকা : সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের আহ্বানকে কার্যকর করতে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবীর খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের বর্তমান সঙ্কট মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আর এ আহ্বানকে কার্যকর করতে আগামীকাল রাতে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় বসবেন চেয়ারপারসন।’

শইারুল কবীর আরো জানান, এর আগে আজ বুধবার রাতেও দুটি বৈঠক হবে। প্রথমে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজ রাতের এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার এ কর্মকর্তা।

মন্তব্য