‘জঙ্গি মদদের তথ্য নেই জাকির নায়েকের বিরুদ্ধে’
ঢাকা: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ বলেছে, বিতর্কিত ইসলামী চিন্তাবিদ ও পিস টিভির কর্ণধার জাকির নায়েকের বিভিন্ন বক্তৃতা ও ভিডিও খতিয়ে দেখে তার বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কোনো প্রমাণ মেলেনি। ফলে দেশে ফেরার পরার আলোচিত ওই বক্তাকে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। মহারাষ্ট্রের গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’।
প্রসঙ্গত, ওমরাহ পালন করার জন্য বর্তমানে সৌদি আরব সফরে রয়েছে ওই ইসলামি চিন্তাবিদ। সম্প্রতি গুলশানের অভিজাত রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর জাকির নায়েককে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হামলাকারীদের দুজন তার ভক্ত ছিল বলে প্রকাশ পাওয়ার পরই তার বক্তব্যগুলো খতিয়ে দেখতে শুরু করে ভারত সরকার। এমনকি তাকে দেশে ফেরা মাত্রই গ্রেপ্তার করারও হুমকি দেয়া হয়েছিল। কিন্তু মহারাষ্ট্র পুলিশের এই বক্তব্যের পর এটি এখন স্পষ্ট যে , আগের অবস্থান থেকে সরে এসেছে ভারত।
গোয়েন্দা পুলিশ পত্রিকাটিকে জানিয়েছে, ভারতে ফেরার পর তারা জাকির নায়েককে আটক করবে না। এমনকি তার বিরুদ্ধে মামলা দায়ের করারও কোনো ইচ্ছা তাদের নেই। কারণ, ওই বক্তার বিভিন্ন বক্তব্য ও কার্যকলাপ খতিয়ে দেখার পর জঙ্গি বা সন্ত্রাসীদের সঙ্গে তার সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ খুঁজে পায়নি মহারাষ্ট্র সরকার।
ওই রাজ্য সরকার ইতিমধ্যে ভারত ও ভারতের বাইরে দেয়া জাকির নায়েকের শত শত বক্তব্যের ভিডিও খতিয়ে দেখেছে। এগুলোর বেশিরভাগই সংগ্রহ করা হয়েছে ইউটিউব থেকে।
এ সম্পর্কে গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ‘ড: নাইকের কোনও কোনও বক্তৃতায় বড়জোর ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ আনা যেতে পারে, কিন্তু ওই সব বক্তৃতার ভিত্তিতে তার বিরুদ্ধে এখনই মামলা করার কোনও সুযোগ নেই।
এদিকে ভারত সরকারের এই তৎপরতার প্রেক্ষিতে গত সোমবার নির্ধারিত ভারত সফর বাতিল করেন জাকির নায়েক। তিনি আরো বলেছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে এ নিয়ে কোনো ভারতীয় সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেনি। ভারতের ইসলামি এ চিন্তাবিদ বৃহস্পতিবার স্কাইপে কনফারেন্সে নিজের অবস্থান তুলে ধরবেন বলেও জানিয়েছেন ।