যশোরে ‘ডাকাত-মাদক বিক্রেতা’ গোলাগুলিতে যুবক নিহত

2016_04_18_07_44_30_uxGhbY6jOQyUclYr5BjZVXoQvLrlF5_original

যশোর : যশোরে কথিত গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছেন। পুলিশ দাবি করছে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে শহরের বারান্দীপাড়া এলাকায় ভৈরব নদের ব্রিজের পশ্চিশ পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন দাবি করেন, মঙ্গলবার ভোরে বারান্দীপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুই গ্রুপকে হটাতে দশ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, ওই যুবকের মাথায় গুলি লাগে। তার মাথা ভেদ করে এক রাউন্ড গুলি বেরিয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মন্তব্য