সেই মেস মালিক ও ইমাম আটক
ঝিনাইদহ: ঝিনাইদহের সোনালীপাড়ার ‘জঙ্গি আস্তানা’ খ্যাত মেসের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাওসার আলী ও পাশের মসজিদের ইমাম রোকনুজ্জামানকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় সম্পৃক্ততার সন্দেহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র্যাব) আটক করেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কে এলোমেলা ঘোরাফেরার সময় র্যাব তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ঝিনাইদহ থানা পুলিশের হাতে সোপর্দ করে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব এ তথ্য জানায়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে শহরের পাগলাকানাই এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে কাওসার আলী ও পার্শ্ববর্তী মসজিদের ইমাম রোকনুজ্জামানকে আটক করা হয়।
আটককৃতরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সাথে সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহে তাদেরকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্ধ্যায় তাদেরকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। নিহত জঙ্গি নিবরাস ইসলাম ও আবির হোসেন ওই মেসে থাকতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
গ্রেপ্তারকৃতদের ৬ জুলাই রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী পরিচয়ে আটক করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের অন্যান্য সংস্থার লোকজন যদি তাদের গ্রেপ্তার করে সে ব্যাপারে আমি বলতে পারবো না।’ নিবরাস ও আবির ঝিনাইদহে ছিল এ বিষয়টি পুলিশ এতোদিন অস্বীকার করে আসছিল। তবে দু’জন ওই মেসে ছিল সে বিষয়টি গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন বলে জানান তিনি।