ত্রাণ বিতরণে কোনো অনিয়ম করা যাবে না
ঢাকা : ‘সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। এগুলোর বিতরণে কোন প্রকার অনিয়ম না করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘বানভাসী মানুষের কষ্ট লাঘবে সকলের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে।’
সোমবার (১ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যমুনা নদীর তীরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি একথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টাঙ্গাইল জেলার ত্রাণ বিতরণ মনিটরিং টিমের সদস্য অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা, জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক নিয়মে বন্যা হবে। সরকারের কাজ হলো বন্যায় যাতে কোনো মানুষ কষ্ট না পায় তার তদারকি করা।’ তিনি এ সময় টাঙ্গাইলে নতুন করে ২০০ মেট্রিকটন চাল ও নগদ ২০ লাখ টাকা বরাদ্দ করেন। এর আগে এ জেলার জন্য ২১০ মেট্রিকটন চাল ও ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।
মন্ত্রী এর পূর্বে মানিকগঞ্জ জেলার শিবালয়ের জাফরগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি এসময় বানভাসী মানুষের সাথে কথা বলেন। তিনি মানিকগঞ্জ উপজেলার জন্য নতুন করে ২০০ মেট্রিকটন চাল ও নগদ ২০ লাখ টাকা বরাদ্দ করেন। এর আগে এ জেলার জন্য ১৭৫ মেট্রিকটন চাল ও ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।
স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানিকগঞ্জ জেলার ত্রাণ বিতরণ মনিটরিং টিমের সদস্য অতিরিক্ত সচিব সাজ্জাদ কবির, জেলা প্রশাসক রাশেদা ফেরদৌসি এসময় উপস্থিত ছিলেন।