ছেলেকে জঙ্গি বানানোয় ক্ষুব্ধ শফিউলের মা
ময়মনসিংহ: আমার ছেলের বয়স কম, তাকে যা শিখানো হয়েছে সে তাই শিখেছে। আগে কখনো জানতে পারিনি যে, সে ওই পথে পা দিয়েছে। শোলাকিয়া হামলার পর তার ছবি দেখে আমরা জানতে পেরেছি সে জঙ্গি।
এসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় শফিউলের মা নার্গিস সুলতানা শিউলি বলেন, ‘আমার ছেলেকে না মেরে আমার কাছে ফিরিয়ে দিলে আমি তার কাছ থেকে অনেক তথ্য বের করতে পারতাম। শফিউলকে যারা জঙ্গি বানিয়েছেন আমি তাদের বিচার দাবি করছি।’
শনিবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেলে মরদেহ নেয়ার সময় কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের নার্গিস এসব কথা বলেন।
তিনি আরো জানান, শফিউলের লাশ নিজ জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর উত্তর পাড়ায় নিয়ে যাওয়া হবে। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।
ওই হামলায় নিহত অপর অজ্ঞাত জঙ্গির পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে র্যাব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও কর্তব্য কাজে বাঁধার অভিযোগ এনে অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কিশোরগঞ্জ থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের নান্দাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিউলসহ দুই জঙ্গি নিহত হয়।