জঙ্গিদের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহবান আইনমন্ত্রীর
ঢাকা: জঙ্গিদের পক্ষে আদালতের শুনানিতে অংশ না নিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘জঙ্গিদের পক্ষে কালো কোর্ট পড়ে দাঁড়াবেন না। তাহলে জনগণ ধিক্কার দেবে’।
বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ শোক সভার আয়োজন করা হয়।
বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়ষ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে আইন মন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস মেটারে কথা বলি না। আমরা আপিল বিভাগে লিভ টু আপিলের জন্য একটি আবেদন করেছি। তবে একটা বিষয় নিশ্চয়তা দিতে পারি, অবশ্যই আমরা ৭২ এর সংবিধানে ফিরে যাব’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে পৃথক হব না। আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি’।
বাংলাদেশ না থাকলে আমাদের কারো অস্তিত্ব থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ করে দিতে তারা সাত বছর সময় নেবে না। বাংলাদেশ ব্যর্থ করে দেবে সাত দিনেই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ এফ এম মিসবাহ উদ্দিন, ঢাকা ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন প্রমুখ।