যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু
ঢাকা: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্যানন বিমানবন্দরে শুক্রবার ব্যক্তিমালিকাধীন এক বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানায় সিএনএন।
বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভার্জিনিয়া পুলিশ জানায়, ‘বিমানটি পুনরায় অবতরণের চেষ্টাকালে দুর্ঘটনা ঘটে। রানওয়ের দক্ষিণ দিকে যেতে গিয়ে গাছের সারির সঙ্গে ধাক্কা লাগে। গাছের সঙ্গে ধাক্কার সঙ্গে সঙ্গে বিমানে আগুন লেগে যায়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ‘বিমানের ধ্বংসাবশেষের ভেতর লেগে অগ্নিদগ্ধ ছয় মরদেহ উদ্ধার করা হয়।’
এখনো নিহতদের পরিচয় মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, এরা কেউই ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নাগরিক নয়। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেসন সেফটি বোর্ড, ফেডারেল অ্যাভিয়েসন অ্যাডমিনিস্ট্রেশন এবং পাঁচজন উদ্ধারকারী কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।