‘সোনার আসন’ অক্ষুণ্ণ রাখলেন অ্যান্ডি মারে

15murra_123983

ক্যারিয়ারের স্বর্ণ সময়ে রবিবার রাতে টানা দ্বিতীয়বার টেনিসে অলিম্পিক স্বর্ণপদক জিতলেন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। সিলভার জিতেছেন ডুয়ান মার্টিন ডেল পোর্তো।

পোর্তো শুরু থেকে দারুণ খেলছিলেন। কিন্তু চার সেট পর্যন্ত মারের সামনে নিজেকে ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত হারতে হয়েছে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ সেটে।

মারেই প্রথম টেনিস খেলোয়াড় যিনি অলিম্পিক এককে দুইবার চ্যাম্পিয়ন হলেন। ২০১২ সালে ঘরের মাঠ লন্ডন গেমসে রজার ফেদেরারকে হারিয়ে স্বর্ণ জেতেন তিনি।

রবিবারের ফাইনাল যুদ্ধ চলে চার ঘণ্টা দুই মিনিট ধরে।

বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারে এই জয়ের পর ব্যক্তিগত জয়ের ধারা ১৮ ম্যাচে নিয়ে গেলেন। গত মাসেই জিতেছেন নিজের দ্বিতীয় উইম্বলন্ডন শিরোপা। একই মৌসুমে জিতে নিলেন অলিম্পিক স্বর্ণপদকও।

আর কী চাই মারের!

মন্তব্য