আরো জোরে দৌড়াতে চেয়েছিলেন বোল্ট!
১০০ মিটার স্প্রিন্টে সোমবার ৯.৮১ সেকেন্ডে সোনা জিতেও মন ভরেনি বোল্টের। দৌড় শেষ করে বিবিসি ওয়ানকে বলেছেন, ‘ভেবেছিলাম আরো জোরে দৌড়াবো।’
ট্র্যাকে নামার আগে বোল্টের ফিটনেস নিয়ে অনেকেই শঙ্কায় ছিলেন। কিন্তু গতকাল সেমি-ফাইনালে তার দৌড় দেখে বোঝা যায় কোনো সমস্যা নেই। ফাইনালে উঠতে দৌড় শেষ করেন ৯.৮৬ সেকেন্ডে।
ফাইনালে এসে শুরুতে পিছিয়ে পড়েন। কিন্তু শেষ দিকে গতি বাড়িয়ে চ্যাম্পিয়ন হন।
বোল্ট নিজের মনমতো দৌড় শেষ করতে না পারলেও সোনা জিতে দারুণ খুশি, ‘জিততে পেরে আমি খুশি। আর এটাই আসল।’
‘সেমির পরে ভালো বোধ করছিলাম। আমি আরো জোরে দৌড়াতে চেয়েছিলাম। প্রস্তুতি নিতে (টার্নএরাউন্ড টাইম) সাধারণত দুই ঘণ্টা সময় দেয়া হয়। কিন্তু আজ আমাদের হাতে ছিল এক ঘণ্টা ২০ মিনিট। ব্যাপারটা চ্যালেঞ্জিং। আপনাদের আগেই বলেছিলাম আমি এটা করতে যাচ্ছি। সঙ্গে থাকুন, আরো দুটি জিততে হবে।’