সেপ্টেম্বরের শেষ নাগাদ শিক্ষা কার্যক্রম শুরুর আশা

the-finanical-express-niaz-ahmed-khan

সেপ্টেম্বরের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর আশা করছেন নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আন্দোলন সংগ্রামের কারনে প্রায় তিন মাস যাবত বিশ্ববিদ্যায়টির শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উপাচার্য বলেন, “সবার সাথে কথা বলে আমরা একটা পর্যায়ে এসেছি। আশা করছি, এই মাসের শেষের দিকে কিংবা একটু আগে সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব।”

১ জুলাই থেকে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরোধিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির কারণে বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম।

এরপর গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরদিন বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে খালি করা হয় হলগুলো। ৫ অগাস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন আবাসিক হলসহ ক্যাম্পাস খুললেও এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

মন্তব্য