কোরিয়ায় সমুদ্রে ডুবে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই বাংলাদেশি যুবক ডুবে মারা গেছেন।
তারা হলেন সাকিবুর রহমান সঞ্জীব (২৩) ও সৈকত হাসান শান্ত (২০)। দুজনেরই বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানায়।
সোমবার দুপুরে দেশটির বুসান শহরের হিউন্দে সমুদ্র সৈকতে এ দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস।
প্রবাসীরা জানান, রোববার থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে নবান্ন উৎসব। এ উপলক্ষ্যে ৪ দিন সরকারি ছুটি। কর্মব্যস্ততার মাঝে ছুটি পেয়ে সোমবার ৮ বাংলাদেশি একসঙ্গে হিউন্দে সমুদ্র সৈকতে ঘুরতে গেলে তাদের মধ্যে ৪ জন গোসলে নামেন।
এসময় সমুদ্রের ঢেউ ২ জনকে ভাসিয়ে নিয়ে যায়। সৈকতের নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত সঞ্জীব ও শান্ত দুটি আলাদা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করতেন। সঞ্জীব ২০২০ সালে এবং শান্ত ২০২৪ সালে ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল) এর মাধ্যমে ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে’ (ইপিএস) ই-নাইন ভিসায় দক্ষিণ কোরিয়ায় আসেন।
সঞ্জীবের সহকর্মী মোহাম্মদ রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত দুজনের লাশ দ্রুত দেশে পাঠাতে চেষ্টা করছি আমরা। কোম্পানির মালিকদের এ ব্যাপারে জানিয়েছি, লাশ দেশে পাঠাতে সহযোগিতা চেয়েছি। আশা করছি তারা ব্যবস্থা নেবেন৷”
এ ব্যাপারে দূতাবাসের ভূমিকা কী, জানতে চাইলে দূতাবাস সূত্র জানায়, “লাশ পাঠাতে কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আগে দেখতে হবে তাদের কোম্পানি লাশ পাঠানোর খরচ দেবে কিনা! কোম্পানি যদি খরচ দেয় তাড়াতাড়ি পাঠানো যায়৷ কোম্পানি যদি খরচ না দেয় সেক্ষেত্রে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অনুমতি ও খরচ পেতে সময় লেগে যায়।”