সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার কারণ জানালেন জনপ্রশাসন সচিব

secretary-mokhles

দেশে একটি জনবান্ধব পরিবেশ তৈরি করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগী হওয়ার পর থেকে সব আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সংস্থাসহ সবাই কাজ করছে জানিয়ে তিনি বলেন, “৫ তারিখের আগে আমি যাব না, সে ব্যাখ্যা আমি দিতে চাই না। সেখানে অনেক ডিসপিউট আছে। আপনারা জানেন, ল এনফোর্সাররা কী ব্যবহার করেছে, ম্যাসাকার করেছে।

“এখন আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাফেরা করতে পারে, মানুষ যাতে নিরাপদ ফিল করে, মানুষের মাঝে যেন আস্থা থাকে…সব বাহিনী এক সঙ্গে, একই ছাতার নিচে কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের ক্ষমতা…।”

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

বিধির মধ্যেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে জানিয়ে জনপ্রশাসন সচিব বিধিগুলো ভালোভাবে দেখে নিতে সাংবাদিকদের অনুরোধ করেন।

গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মত সুযোগ দিয়ে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

মন্তব্য