ঘোষিত সময়েই এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধসহ যেকোনো বাধা-বিপত্তি আসুক না কেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।ff143bc05fe042a7432075942e70360a-nurul_islam_nahid

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্ঘটনা হলে তার দায়-দায়িত্ব তাঁদেরই নিতে হবে যাঁরা মানুষ হত্যা করছেন, পেট্রলবোমা মারছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। গেল বছরের চেয়ে এবার মোট পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। এ বিষয়ে মন্ত্রী বলেন, ২০১৩ সালে এইচএসসিতে পাসের হার কম ছিল। ফলে ২০১৪ সালে এসে অনেক অনিয়মিত পরীক্ষার্থী ছিল। তাই গত বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। তার পরও কেন পরীক্ষার্থীর সংখ্যা কম, তা খুঁজে বের করা হচ্ছে।

মন্তব্য