পিকআপের ধাক্কায় মা ও ২ সন্তানের মৃত্যু

2015_11_09_15_26_10_N0FYxCzMLw0x36wON9SNR9V4ZWcV6y_original

চট্টগ্রাম : মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা ও দুই ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবাও।

রোববার ভোর ৬টার দিকে জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট সড়কের তিতাবটতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জোরারগঞ্জ থানার মহাজনহাট এলাকার বাসিন্দা মো. দিদারের স্ত্রী শাহিদা আক্তার (৩২), সাইদুর (১০) ও সায়মন (৭ মাস)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার একটি নাইটকোচে দুই ছেলে ও স্ত্রী নিয়ে মিরসরাইয়ের বারৈয়ারহাটে নামেন দিদার। সেখান থেকে পুরানো সড়ক ধরে সিএনজি যোগে মহাজন হাটে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তিতাবটতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই মাসহ দুই ছেলের মৃত্যু হয়। আহত দিদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য