গ্যাটকো দুর্নীতি মামলাতেও খালেদার জামিন

2016_04_05_11_34_28_XYHkhGCSq0VIosrWOq5Xl9PtSra9xi_original

ঢাকা : যাত্রাবাড়ী থানার পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা ও দগ্ধ হওয়ার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পর গ্যাটকো দুর্নীতি মামলাতেও জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৫ এপ্রিল) খালেদার করা জামিন আবেদন শুনানি শেষে ১১টা ৪২ মিনিটের দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ আদালত এ জামিন মঞ্জুর করেন। শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

এর আগে ১১টা ২৩ মিনিটের দিকে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গত ৩০ মার্চ ঢাকা মহানগর দায়রা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া। সাদা রঙের গাড়ি থেকে খালেদা জিয়া নামার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী স্লোগানে মুখর করে তোলেন আদালত প্রাঙ্গণ।

এরপর গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন চাইতে মহানগর দায়রা জজ আদালত ভবনেরই ষষ্ঠ তলায় অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতে যান।

এরপর জামিনের জন্য খালেদা জিয়া সিএমএম আদালতে যাচ্ছেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. কায়সার উল ইসলামের আদালতে তিনটি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আবদুল্লাহ আবু, সালাম হাই টুনি, অ্যাডভোকেট তাসলিমা ইয়াসমিন দীপা বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আত্মসমর্পণ করা মামলাগুলোর মধ্যে জামিন পাওয়া যাত্রাবাড়ী থানার এ মামলাটি ছাড়াও ওই একই ঘটনায় চার্জশিট হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের অপর একটি মামলায়ও তিনি জামিন প্রার্থনা করবেন তিনি। ২০১৫ সালের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলাগুলোয় চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় আজ মঙ্গলবার চার্জশিট গ্রহণের দিন ধার্য রয়েছে।

তিন নম্বর মামলা
বঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ জানুয়ারী ঢাকা সিএমএম আদালতে একটি মামলা হয়। ওই মামলায় ৩ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন দেওয়া হয়। কিন্তু ওইদিন তার পক্ষে সময় চাওয়ায় ১০ এপ্রিল তাঁকে আদালতে হাজির হতে সমন প্রদান করে আদালত।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া ওই মন্তব্য করেন।

চার নম্বর মামলা
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ জোট সরকারের প্রভাবশালী ৯ সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ মে চার্জশিট দাখিল হয়। চার্জশিট দাখিল হওয়ার পর থেকেই উচ্চ আদালতে নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত হয়।

২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট খালেদা জিয়ার দুটি রিট আবেদন খারিজ করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুয়ায়ী আগামী ১৩ এপ্রিলের মধ্যে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটিতে আত্মসমর্পণের জন্য তার বিরুদ্ধে সমন জারি রয়েছে।

পাঁচ নম্বর মামলা
গুলশানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে পেট্রোলবোমা হামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলাটি এখানো তদন্তাধীন রয়েছে।

মন্তব্য