উন্নয়নের ‘চাপে’ কাকলীতে চলছে না গাড়ি

2016_03_22_14_07_16_fpnRABGvZNY2ryHO5D3Rsc0fPuaY3Q_original

ঢাকা: রাস্তার সংস্কারকর্মীদের ভুলে রাজধানীর বনানী ও কাকলীতে গাড়ি চলছে না। দুপাশেই জমা পড়েছে হাজার হাজার গাড়ি।

রোববার (১৫ মে) সকাল থেকে এ তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার সকালে ট্রাফিকের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুসরাত বলেন, ‘উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। তবে বেশির ভাগ সময়ই রাতের বেলা মূল কাজ চলে এবং পরে তা ঠিক করে যান চলাচলের জন্য সাময়িক উপযোগী করে দেয়া হয়। কিন্তু গতরাতে সিটি করপোরেশনের কাজ শেষে ত করা না হওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।’

এদিকে উন্নয়ন কাজের জন্য খোড়া এই রাস্তার কারণে যানবাহনের লাইন যেমন দীর্ঘ হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে সময়। সকাল থেকেই অফিসগামীরা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

মন্তব্য