ভিমরুলের কামড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
দিনাজপুর: বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন শিশু রয়েছে।
শনিবার (৬ অগাস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী তানজিনা বেগম (৩২), মেয়ে হাদিসা (৭), ফারজানা (৪), মিমি (৯ মাস)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের নিচে মাচায় তিন মেয়েসহ বিশ্রাম নিচ্ছিলেন তানজিনা বেগম। এ বাঁশঝাড়ের উপরে একটি ভিমরুলের বাসা ছিল। হঠাৎ বাতাসে বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ওই ভিমরুলের বাসাটি ভেঙে যায়। এ সময় ভিমরুলের একটি দল তাদের ওপর আক্রমণ চালায়।
পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাদিসা ও ফারজানা মারা যান। তানজিনা ও মিমির অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে তারাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে ওই বাঁশঝাড়ে ভিমরুলের বাসার খবর কেউ জানতো না বলে জানিয়েছেন স্থানীয়রা।