‘ভালো না লাগলে পাকিস্তান-সিরিয়া চলে যান’

syed_ashraf__123561

 21  21  0  0  0
printer
প্রকাশ : ১১ আগস্ট, ২০১৬ ২০:৩১:৩৬আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ২২:৫৭:৪৪
‘ভালো না লাগলে পাকিস্তান-সিরিয়া চলে যান’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা: যারা দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে কথা বলতে গিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘যারা আত্মঘাতী; যারা বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করে, তাদের জন্য মায়াকান্না কেন? তাদের জন্য আবার কিসের মানবাধিকার?’

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সায় দিয়ে বৃহস্পতিবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে শোকের মাসে স্বেচ্ছাসেবক দলের আলোচনা অনুষ্ঠানের বক্তব‌্যে আশরাফ ‘গুলশানে যে ঘটনা ঘটল, সে ঘটনাকে একেবারে তিলকে তাল বানিয়ে সব জায়গায় প্রচার করা হয়েছে। একদিকে যারা নিহত হয়েছেন তাদের জন্য মায়াকান্না; আবার যারা হত্যা করেছে, যারা টেরোরিস্ট-জঙ্গি, তাদের জন্যও মায়াকান্না।’

‘আবার কেন হামলা হল, কেন তাদের রক্ষা করতে পারল না, কেন তাদেরকে বিনা বিচারে হত্যা করা হল, তাদের মানবাধিকার রক্ষা হল না- এটা নিয়েও মায়াকান্না।’

তিনি বলেন, ‘এই যে কিছু সংখ‌্যক বাঙালির চরিত্র। আমি তো মাঝে মধ্যে টক শো দেখি, সবগুলো পত্রিকাও পড়ি। আমার লজ্জা হয় এই ধরনের ডুপ্লিমেসি দেখে।’

তিনি বলেন, ‘হয় বাংলাদেশের নাগরিকের দায়িত্ব সঠিকভাবে পালন করুন, না হয় এদেশ ছেড়ে ইরাক-সিরিয়া চলে যান,’

সৈয়দ আশরাফ বলেন, ‘এই দেশ যদি ভাল না লাগে। স্বাধীন বাংলাদেশের মানুষের ঘ্রাণ নিতে যদি না পারেন তাহলে পছন্দমতো (সৌদিআরব, পাকিস্তান, সিরিয়া ও ইরাক) রাষ্ট্রে চলে যান। সেখানে আপনাদের সমমনা মানুষ আছে, সেখানে আরামে থাকবেন। এদেশে বাস করে দেশের মানুষের সঙ্গে কোন প্রকার প্রতারণা চলবে না’।

প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, ‘শেখ হাসিনা যা একবার মুখ দিয়ে বের করেন তা তিনি করে ছাড়েন। সুতরাং জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যে অঙ্গীকার তা তিনি বাস্তবায়ন করে ছাড়বেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আরো বক্তব্য প্রদান করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পরযায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

মন্তব্য