ঘুড়ির সুতোয় কেটে প্রাণ গেল তিন জনের
ঢাকা: ঘুড়ির সুতায় প্রাণ গেল তিন জনের। রাজধানী দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ঘুড়ি ওড়ানোর সময় ধারালো সুতায় পেঁচিয়ে এক তরুণ এবং চার বছরের দুই শিশুর মৃত্যু হয়।
স্বাধীনতা দিবসে ভারত জুড়ে ঘুড়ি উৎসব বেশ জনপ্রিয়। প্রতিপক্ষকে ঘায়েল করতে ঘুড়ির সুতোয় কাচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেয়া নিষিদ্ধ হলেও তা কেউ মানে না।প্রতি বছর ঘুড়ির সুতোয় কেটে হতাহতের ঘটনা ঘটেই চলছে।
ঘুড়ি উৎসব ব্যাপক জনপ্রিয় হলেও এর বিপজ্জনক দিক হচ্ছে- প্রতিযোগিতায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কাচের গুঁড়ো দিয়ে ঘুড়ির দড়ি বা সূতা ধারালো করা হয়ে থাকে। একে স্থানীয়ভাবে ‘মাঞ্জা’ বলা হয়। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।
রাজধানী দিল্লিতে আলাদা আলাদা ঘটনায় শিশু সাঁচি গোয়াল এবং হ্যারি গাড়ির ছাদের ওপর থেকে ঘুড়ি ওড়ানো দেখার সময় তাদের গলায় ঘুড়ির সূতা পেঁচিয়ে কেটে গেলে মারা যায়।
আর তরুণ জাফর খান মারা যান মোটরবাইক চালানো অবস্থায় ঘুড়ির রশিতে গলা কেটে।
মূলত অন্যের ঘুড়ি কেটে নিচে নামানোর জন্য রশিতে কাচের গুঁড়ো ও আঠা দিয়ে ধারালো করা হয়।
কিন্তু প্রতিবছরই ঘুড়ির রশি দিয়ে আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে। গতবছরই ৫বছর বয়সী শিশু মারা গিয়েছিল মোরাদাবাদে।
ঘুড়ির সূতায় প্রচুর পাখিও প্রাণ হারায়। গত তিন দিনেই ৫শ পাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, নাইলন, প্লাস্টিক কিংবা কাচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেয়া সূতা তৈরি ও বিক্রি রাজধানীতে নিষিদ্ধ করা হবে। কেউ এ আইন না মানলে শাস্তি পেতে হবে তাদের।