কঙ্গো গেলেন ১৮০ সেনাসদস্যঢাকা: লেফটেন্যান্ট কর্নেল মো. কবিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮০ জন শান্তিরক্ষী কঙ্গোর উদ্দেশ্যে শুক্রবার জাতিসংঘের ভাড়া করা উড়োজাহাজে ঢাকা ত্যাগ করেছেন।

বর্তমানে কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর দু’টি ব্যাটালিয়নসহ ৫টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কন্টিনজেন্টগুলোর মধ্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) কোম্পানির ১৮০জন সদস্যকে প্রতিস্থাপন করা হচ্ছে।

শুক্রবার লেফটেন্যান্ট কর্নেল মো. কবিরুল ইসলামের নেতৃত্বে সেনা দলটি ঢাকা ত্যাগ করেন।

সেনাসদরের ইঞ্জিনিয়ার্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে সেনা দলটিকে বিদায় জানান। এ সময় তিনি সেনাসদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

২০০৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। কঙ্গোর বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার ও আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।

জাতিসংঘ মিশনের চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগের আগে অগ্রজদের অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে সেনাদলটি দেশবাসীর দোয়া কামনা করেন।

মন্তব্য