000027ময়মনসিংহ আঞ্চলিক অফিস : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষা মন্ত্রী ড.ওসমান ফারুকের সামনেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দু’ চেয়ারম্যান প্রার্থী গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস রোডস্থ সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেনের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, এগিয়ে আসা উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর ও ধোবাউড়া উপজেলা থেকে একক প্রার্থী নির্ধারণে ময়মনসিংহে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক। সোমবার দুপুরে তিনি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেনের বাসভবনে বসে গৌরীপুর উপজেলার বিএনপি’র ৭ চেয়ারম্যান প্রার্থী’র সাক্ষাতকার নেন। এ সাক্ষাতকার গ্রহণের সময়েই বাইরে অবস্থানরত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সার্জেন্ট মকবুল হোসেন ও আহমেদ তায়েবুর রহমান হিরণ পক্ষের নেতা-কর্মীদের মাঝে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সার্জেন্ট মকবুল পক্ষের লোকজন হিরণ গ্রুপের দু’কর্মী মোফাজ্জল (৩৫) ও সুমন (৩০) এর মাথা ফাটিয়ে দেয়। পরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন সাবেক শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক ও সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেন। এ সময় হিরণ গ্রুপের ইটের আঘাতে কপালে আঘাত পান সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী মোশাররফ। পরে ওসমান ফারুক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেন জানান, ‘হঠাৎ একটি ইট আমার কপালে এসে লেগেছে। সামান্য ভুল বুঝাবুঝি থেকে এ সংঘর্ষ বেঁধেছে। পরে পরিস্থিতি শান্ত হয়েছে।’

মন্তব্য