ফিল্মফেয়ার ম্যাগাজিনে খোলামেলা শ্রদ্ধা
এবার বলিউডের খোলামেলা স্রোতে গা ভাসালেন শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। সম্প্রতি ভারতের বিখ্যাত ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভার পেইজে স্থান করে নিয়েছেন লাস্যময়ী এই নারী।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যায় শ্রদ্ধাকাপুরকে কভার গার্ল হিসেবে নির্বাচন করা হয়। যা বলিউড তারকাদের কাছে বিশাল সম্মানের ব্যাপার। ম্যাগাজিনটিতে দেখা যায়, শ্রদ্ধা একটি কালো রঙোর গাউন পড়ে আছে, সঙ্গে গাঢ় মেক-আপ। যা তাকে অনেকটা আবেদনময়ী হিসেবে তুলে ধরেছে। এছাড়াও ম্যাগাজিনটির ভেতরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে শ্রদ্ধার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়।
সম্প্রতি শ্রদ্ধা কাপুর অভিনীত ‘এক ভিলেন’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছে। মোহিত সুরি পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা।