সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট। তাকে ৫ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে র্যাবের মহাপরিচালককে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তিন আসামির জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। ওই মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিন আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন। এই আবেদনের শুনানিকালে আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম মাসুদ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
আসামিপক্ষের আইনজীবী এস এম মাসুদ হোসেন বলেন, দুই বছরেরও মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি। আদালত মামলার তদন্তের অবস্থা জানতে আগামী ৫ মার্চ র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। র্যাবের ডিজিকে ওই কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।