উপজেলা নির্বাচনচতুর্থ উপজেলা নির্বাচন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে এই নির্বাচন। প্রথম দফায় ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি নির্বাচন কমিশন (ইসি) শেষ করেছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ।

জাতীয় নির্বাচনে অংশ না নিলেও এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের সমর্থকরা অংশ নেয়ায় বিভিন্ন এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। ৎ

ইতোমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে ভোটগ্রহণের প্রয়োজনীয় সমাগ্রীও পৌঁছে গেছে। আর নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।

উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছেন সেনা সদস্যরা।

এবার নির্বাচনী প্রচারে স্থান পেয়েছে জাতীয় ইস্যু। বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থীর। এ জন্য এই নির্বাচনকে দুই দলই জনপ্রিয়তার অগ্নিপরীক্ষা হিসেবে দেখছে।

এবার ছয় ধাপে উপজেলা নির্বাচন হবে। প্রথম ধাপে ১০২টি উপজেলার তফসিল ঘোষণা হলেও শেষ পর্যন্ত ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ হবে। সীমানা জটিলতার কারণে রংপুর সদর, পীরগাছা, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া পীরগঞ্জ উপজেলার ভোটগ্রহণের দিন ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

মন্তব্য