ফেসবুকে প্রতারণার অভিযোগে ১২ বিদেশিসহ আটক ১৪
ঢাকা : ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব। আটকদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ল্যাপটপ, ডলারসহ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় উত্তরার র্যাব-১ এর কার্যালয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।