বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্সি কাজ শুরু

bsmmu-dhaka-times_124331

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন এক হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালের পরামর্শমূলক (কনসালটেন্সি) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

কোরীয় সরকারের ঋণ সহায়তায় ১০০০ শয্যাবিশিষ্ট এই সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে। এ জন্য ইতিমধ্যে কোরিয়ান পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। পরামর্শ কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং-ডু।

অনুষ্ঠানে কোরীয় রাষ্ট্রদূত বলেন, ২০১৯ সালের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ সম্পন্ন হবে। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বড় স্বপ্ন পূরণ হবে। এ হাসপাতাল হবে দেশের সব মানুষের সম্পদ। দেশের মানুষ এখান থেকে সুলভে সর্বোচ্চ মাত্রার স্বাস্থ্যসেবা পাবেন বলে জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের পেছনে ৩ দশমিক ৮২ একর জমিতে দেশের প্রথম সেন্টার-বেইজড সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ হচ্ছে।

অত্যাধুনিক এ হাসপাতালে মোট ১১টি সেন্টার থাকবে। সেন্টারগুলো হলো- কার্ডিওভাসকুলার, কিডনি অ্যান্ড ইউরোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড অ্যান্ডোক্রাইনোলজি, এক্সিডেন্টাল ইর্মাজেন্সি, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, অনকোলজি ইত্যাদি। এ ছাড়া আইসিইউ এবং কেন্দ্রীয় ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ স্থাপন করা হবে।

হাসপাতালটি নির্মিত হলে এসব সেন্টারে সংশ্লিষ্ট রোগের যাবতীয় চিকিৎসা দেয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল নামের এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মোট ব্যয় ধরা হয়েছে ১৩৬৬.৩৩৭২ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ কোরীয় সরকারের ইকোনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড থেকে সহজ শর্তে ১০৪৭.৩৩৮৪ কোটি টাকা ঋণসুবিধা দেবে। অত্যন্ত সহজ শর্তে শতকরা মাত্র দশমিক শূন্য ১ শতাংশ সুদে ৪০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, দক্ষিণ কোরিয়ান কনসালটেন্সি টিমের প্রধান মি হ্যান এবং প্রকল্পের উপপরিচালক ডা. নূর-ই-এলাহী (মীম)।

মন্তব্য