রুশ সেনাবাহিনী (ফাইল ছবি)

রুশ সেনাবাহিনী (ফাইল ছবি)

রুশ সীমান্তে ইউক্রেনের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার সামরিক হস্তক্ষেপ যুদ্ধ ডেকে আনতে পারে বলে ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করার পর এ ব্যবস্থা নিল কিয়েভ।

 

ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরনিচভ শনিবার দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর ওই ঘোষণা দেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া তার দেশে সেনা হস্তক্ষেপ করলে দু’দেশের মধ্যে তীব্র যুদ্ধ বেধে যাবে। তুরনিচভ বলেন, তার দেশে রাশিয়ার সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

 

এদিকে ইউক্রেনের নয়া প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিউক বলেছেন, তিনি রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে টেলিফোন করে  ইউক্রেনের স্বায়ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

 

শনিবারই ক্রিমিয়ায় সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করে রাশিয়ার পার্লামেন্ট দুমা। প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের পক্ষ থেকে প্রস্তাবটি পার্লামেন্টে পাঠানো হয়। ক্রিমিয়ায় যাতে সহিংসতা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রাশিয়া এ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন দুমার স্পিকার সের্গেই নারিশকিন।

 

এর আগে ইউক্রেনের স্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসেনভ তার অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। পুতিন বলেছেন, ক্রিমিয়ার রুশ বংশোদ্ভুত নাগরিক ও ক্রিমিয়া উপদ্বীপে মোতায়েন সেনাদের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে রুশ মিশন জরুরি হয়ে পড়েছে।

 

রাশিয়ার প্রেসিডেন্ট এখনও ক্রিমিয়ায় সেনা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, রাশিয়ার দু’টি সাবমেরিন বিধ্বংসী রণতরীকে ইউক্রেনের উপকূলে দেখা গেছে।#

মন্তব্য