হরতাল ডেকেছে জামায়াত

2015_09_11_09_56_59_mmZsYOhG92ZFMVbWyKsV2Jd7v75ISB_original

ঢাকা: আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে ডাকা কর্মসূচির মধ্যে রয়েছে : ১১ মে বুধবার সারা দেশে ও প্রবাসে জন্য গায়েবানা জানাজা; ১২ মে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১৩ মে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল; ১৩ মে শুক্রবার দেশব্যাপী দোয়া।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

মন্তব্য