hasina34_eবিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে আজ ৩২ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী দেখা করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে। সেখান থেকে সরাসরি মিয়ানমারের জাতীয় সংসদে স্পিকার শিউ মানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেল চারটায় অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন তিনি।

দ্বিতীয় দিনে মিয়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন তার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথেও শেষ বারের মত বৈঠকে বসার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাত ৮টায় মিয়ানমার ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানা গেছে।

মন্তব্য