রাজধানীতে দেয়াল ধসে সৌদি প্রবাসীর মৃত্যু
ঢাকা : রাজধানীর গেন্ডারিয়ার ধোপখোলা এলাকায় নির্মাণাধিন ভবনের বাউন্ডারির দেয়াল ভেঙে আক্তার হোসেন (৪৪) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম আবদুল বারেক। বাসা ১০/৪ ধোপখোলা।
বারেক জানান, রাতে ওই এলাকার এক আত্মীয়ের নির্মাণাধিন ভবন দেখতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকার সময় তার উপর ভবনের বাউন্ডারির দেয়াল ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।