সিটিসেল গ্রাহকরা সময় পাবেন: তারানা
ঢাকা: আগামী ১৬ আগস্টের মধ্যেই অপারেটর পরিবর্তন করতে হচ্ছে না সিটিসেল গ্রাহকদের। অপারেটর পরিবর্তনে তারা আরও সময় পাচ্ছেন। সিটিসেল বন্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত গ্রহণের পর থেকে তাদের আরও দুই এক মাস সময় দেয়া হবে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে বকেয়া ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা তাগিদ দিয়েও না পাওয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেবেন বলে সম্প্রতি জানান বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
এর জন্য সিটিসেলকে ১৬ অাগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়ে তরঙ্গ বাতিল ও অপারেশনাল কার্যক্রম বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। ওই সময়ের মধ্যে সিটিসেলের গ্রাহকদেরও বিকল্প সেবা বা ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ব্যাপারে তারানা বলেন, পট করেই সুইচ ওভার করতে বলতে পারি না। আমার সঙ্গে আলোচনা ছাড়াই বিটিআরসি চিঠি ইস্যু করেছে। আলোচনার প্রয়োজন ছিল, তাহলে আইনগত বিষয়গুলো জানতে পারতাম।”
তিনি আরও বলেন, “বিটিআরসির চিঠির সিদ্ধান্ত নিয়মতান্ত্রিকভাবে ইফেকটিভ হওয়ার সুযোগ নেই, তবে এটা ঠিক আমি যদি জানতাম অপারেটর বদলের জন্য বিটিআরসি চিঠি দেবে, একটুখানি স্থগিত রাখতে বলতাম, আসলে বন্ধের সিদ্ধান্তটি আগে আসতে হবে।”
সিটিসেল বন্ধের প্রশ্নে প্রতিমন্ত্রী আরও বলেন, “এ বিষয়ে একটি মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করব। কারণ আমাদের দেখতে হবে কত বকেয়া আছে, দেখতে হবে বকেয়া ছাড়াও আর কোন কোন নিয়ম লঙ্ঘন হয়েছে, সেই বিষয়গুলো বিটিআরসির সঙ্গে বসে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করব। তারপরই আমরা এক থেকে দুই মাস গ্রাহকদের সময় দেব অপারেটর পরিবর্তনের জন্য।
আগামী ১৭ অাগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সিটিসেল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের সূচি রয়েছে।