bnp_flag_eদলের শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার দায়ে ১০ বিদ্রোহী তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই তথ্য জানান।

বহিষ্কৃত নেতারা হলেন:

চট্টগ্রাম: দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য লিয়াকত আলী।

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান (লাল হাজী), সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী,

ময়মনসিংহ: ময়মনসিংহ উত্তর জেলাধীন ফুলপুর উপজেলা মহিলা দলের নেত্রী আখিনুর রহমান (রিনা), ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, ফুলপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক একেএম তোফাজ্জল হক, ফুলপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তোজাম্মেল হক রুবেল, গৌরিপুর পৌর বিএনপি’র সভাপতি সার্জেন্ট হাজী মকবুল হোসেন,

বান্দরবান: জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মিটন,

মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বিএনপি’র উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিং-কে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।

 

মন্তব্য

bnp