টানা ছয়দিনের খোঁজাখুঁজিতেও কোনো সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান বোয়িং-৭৭৭-২০০ এর। এমন কি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, বিমানটির সাথে সাথে এর যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে।
ফ্লাইট এমএইচ-৩৭০ এর রহস্যময় নিখোঁজের কারণ অনুসন্ধান করতে গিয়ে মার্কিন অনুসন্ধানীদল ওয়াল স্ট্রিট জার্নালকে বৃগস্পতিবার জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার পরও চারঘণ্টা উড়ে বেড়িয়েছে।
চীনের এক সংবাদসংস্থা দেশটির অনুসন্ধানী দলের বরাত দিয়ে এর আগে সংবাদ প্রকাশ করে, নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ধরা পড়েছে তাদের স্যাটেলাইটে। সেখানে সন্দেহজনক কিছু ভেসে থাকতে দেখেই এমন ধারণার সৃষ্টি হয়। কিন্তু সন্ধানীদল সেখানে একটি লাল হেরিং মাছ ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। বোয়িং-৭৭৭-২০০ বহুজাতিক অনুসন্ধানে এ নিয়ে বেশ কয়েকবার ভুল সিগন্যাল পাওয়া গেল।
উল্লেখ্য, বর্তমানে অনুসন্ধানী দল ২৭ হাজার নটিকেল মাইল (৯৩ হাজার বর্গ কিলোমিটার) জুড়ে চিরুনি অনুসন্ধান চালাচ্ছে বিমানটি খুঁজে পেতে। চীন স্যাটেলাইটের কাছ থেকে প্রাপ্ত তথ্যের পর অনুসন্ধান শেষে এক মার্কিন কর্মকর্তা জানান, স্যাটেলাইটে যা ধরা পড়েছিল, তা আসলে একটা হেরিং মাছ।