অজিদের স্পিনে আত্মসমর্পণ ক্যারিবীয়দের

2016_06_06_11_56_10_2Bt7QqJgCXhgK7ApuMZcuh1mApQ8Vs_original

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে ত্রি-দেশীয় সিরিজ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিন ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করেছেন জ্যাসন হোল্ডাররা। বাংলাদেশ সময় রোববার রাতে ৬ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। ১৪৬ বল হাতে থাতে জয় তুলে নেয়ায় বোনাস পয়েন্ট পেয়েছে অজিরা।

গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও নাথান লিয়নের স্পিন জাদুতে ৩২.৩ ওভারে ১১৬ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় তাদের।

জবাবে ডেভিড ওয়ার্নারের হাফ-সেঞ্চুরিতে ২৫.৪ ওভারে ছয় উইকেট হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

শেষ দিকে নারাইন ঘূর্ণিতে স্টিভেন স্মিথ (৬) ও ম্যাক্সওয়েল (০) দ্রুত মাঠ থেকে বিদায় নেন। তার আগে অ্যারোন ফিঞ্চ ১৯ ও উসমান খাজা ২৭ রান করে মাঠ থেকে বিদায় নেন। তবে ওপেনার ওয়ার্নার দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স করা এই তারকা ৫৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৯ রান নিয়ে খেলা শেষ করেন শন মার্শ।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৬ রানে ফ্লেচারকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় জুটিতে চার্লস ও ড্যারেন ব্রাভো ৪৬ রানের জুটি গড়েন। ব্রাভো ১৯ রান করে বিদায় নেয়ার পর চার্লস সাজঘরে ফেরেন ২২ রান করে।

শেষ দিকে ব্রাফেটের ২১ রান ছাড়া আর কেউই দলের পক্ষে উল্লেখযোগ্য কোনো স্কোর গড়তে পারেননি। ফলে মাত্র ১১৬ রানেই শেষ হয় যায় তাদের ইনিংস।

অস্ট্রেলিয়ার বোলার জাম্পা ৫.৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট পান। ১০ ওভারে ৩৯ রান দিয়ে নিয়নও তিন উইকেট শিকার করেন। স্টার্ক ৯ ওভারে ৩৭ রান দিয়ে পান ২ উইকেট।

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে বোনাস পাওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারানো ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট অর্জন করতে না পারায় সবার নিচে আছে প্রোটিয়ারা।

মন্তব্য