বদলাচ্ছে অপরাধের ধরন, পড়াশুনা জরুরি

2016_07_25_16_22_56_MVdeKt3mijrfevzFvH3ei2PZUdNFG0_original

ঢাকা : বিশ্বে অপরাধের ধরন ও প্রকৃতি দ্রুত বদলে যাওয়ায় এ বিষয়ে পড়াশোনা জরুরি বলে মনে করছেন পুলিশপ্রধান এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, ‘আমাদের দেশেও সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম এবং অন্যান্য অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন কৌশল।’

সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ভয়াবহ হামলার পর বাংলাদেশে জঙ্গি তৎপড়তায় নতুন মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস বেশ কয়েকটি দেশ দখল করে সেখানে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা নানা প্রলোভনে দলে ভেড়াচ্ছে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রেও যোগ হচ্ছে নতুন মাত্রা। সেই ‘আঁচ’ এসে লেগেছে বাংলাদেশেও। যদিও দেশে আইএস এখনো সক্রিয় হতে পারেনি বলে সরকারের বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।

এই পরিবর্তিত প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতায় বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাদেশে অপরাধ বিজ্ঞান অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, মত দেন আইজিপি।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান পড়ানো হলেও এর চাহিদা এবং প্রয়োজন বিবেচনা করে পুলিশ স্টাফ কলেজ এ বিষয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এর ফলে অপরাধ অনুসন্ধান ও মোকাবিলার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়বে।’

সোমবার (২৫ জুলাই) মিরপুরে পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত এক বছর মেয়াদী ‘মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম)’ কোর্সের উদ্বোধন করা হয়। প্রথম ব্যাচের শিক্ষার্থী পুলিশ কর্মকর্তাদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

প্রথম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘গভীর মনোনিবেশসহ জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ কোর্সটি অত্যন্ত সহায়ক হবে।’

পুলিশ স্টাফ কলেজের রেক্টর মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. হাফিজ মো. হাসান বাবু। অনুষ্ঠানে ভাইস রেক্টর মো. ইব্রাহিম ফাতেমী এবং কোর্সের একাডেমিক অ্যাডভাইজার মো. মতিউর রহমান শেখ বক্তব্য রাখেন। বাংলাদেশ পুলিশের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (টেলিকম) অমূল্য ভূষণ বড়ুয়া, অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্য এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ বিরোধী। তারা জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে অত্যন্ত সজাগ ও সোচ্চার।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে সহকারী পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তা ভর্তি হয়েছেন। আগামী ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কোর্সটি পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য ক্যাডার কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক এবং উন্নয়নকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য