আসছে টেন্ডুলকারের আত্মজীবনী

বাবা আমাকে কোনো কিছু শেখাননি। তাকে দেখে দেখে শিখেছি।’ -বক্তার নাম শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেটে ২২ গজে সারা পৃথিবী দাপিয়ে বেড়িয়েছেন অবিরাম। ২৪টি বছর গাটছাড়া বাঁধন ছিল তার ক্রিকেটের সঙ্গে। কেউ ভাবতে পারেননি বিদায় বেলায় টেন্ডুলকার স্ক্রিপ্ট ছাড়া অমন ভাষণ দিতে পারবেন। তার মুম্বাইয়ের সেই বিদায়ী ভাষণ আবেগাক্রান্ত করে তুলেছিল গোটা ক্রিকেট বিশ্বকেই।

Tendulkar1

ভারত এখন দোর্দন্ড প্রতাপে ছড়ি ঘোড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। কিন্তু টেন্ডুলকার মুদ্রার এপিঠ-ওপিঠ দুটিই দেখেছেন। ক্রিকেটের নিবেদিত প্রাণ ‘লিটল মাস্টার’র সবসময় ধ্যানজ্ঞান ছিল ক্রিকেট। এ জন্য তাকে অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে। যার সামান্যই আমরা জানি। আমরা জানি না কীভাবে টেন্ডুলকার কোনো এক বিমানবন্দরে দেখা পেয়ে গেলেন তার ডাক্তার স্ত্রী অঞ্জলির। বাবা হিসেবেই বা কেমন রেকর্ডের বরপুত্র, দুই ছেলে-মেয়ে সারা-অর্জুনের কাছে। টেন্ডুলকার সম্পর্কে আপনার অনুসন্ধিৎসু মনের খোরাক জোগাতে আসছে তার আত্মজীবনী।

নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে এ যুগের ডন শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। সোস্যাল মিডিয়ার মাধ্যমে টেন্ডুলকার নিজেই এ খবর দিয়েছেন ভক্তদের। গত মঙ্গলবার টেন্ডুলকার টুইটারে তার বইয়ের প্রচ্ছদ ছবি পোস্ট করে জানিয়ে দেন, ‘আমার আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে’ ৬ নভেম্বর থেকে পাওয়া যাবে।

এদিন প্রকাশক সংস্থার পক্ষ থেকেও এ খবর জানিয়ে দেয়া হয়। সেখানে আত্মজীবনী নিয়ে টেন্ডুলকারের মন্তব্যও প্রকাশ করা হয়েছে। সেখানে ১০০টি সেঞ্চুরির মালিক বলেছেন, ‘ক্রিকেটের মতো নিজের কথা লিখতে গেলেও যে আমাকে পুরোপুরি সততার সঙ্গে করতে হবে, তা জানতাম। এ জন্য আমাকে অনেক অজানা ঘটনা বলতে হবে। যা এর আগে কখনো কাউকে জানাইনি।’

মন্তব্য