সাভারের নির্মানাধীন ভবন ধসে আহত ১০ শ্রমিক

2016_05_30_13_04_44_74FfomsPKlLfQEcNwRa0N8I01YGE6Q_original\

সাভার (ঢাকা) : উপজেলার হেমায়েতপুরে ট্যানারি কারখানার নির্মানাধীন ভবনের ছাদ ধসে দশ শ্রমিক শ্রমিক আহত হয়েছে। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে সাভারের ট্যানারি শিল্প পল্লিতে গুলশান ট্যানারির  নির্মানাধীন ২য় তলা ভবনের ছাদ ধসে পড়ে এই ঘটনা ঘটে।

সাভার ফায়ার সর্ভিস কর্মকর্তা শাহাজারুল জানায়, ট্যানারি পল্লিতে একটি কারখানা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।  নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে সেখানে ফায়ার সার্বিসের দুইটি ইউনিট সেখানে ছুটে যায়। ধ্বসে পড়া ছাদের নিচ থেকে অন্তত ১০ শ্রমিককে উদ্ধার করে ফায়ার সার্বিস কর্মিরা। পরে তাদের হাসাপাতালে পাঠানো।

ছাদ ধ্বসে কোন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্বিস কর্মকর্তা।

নির্মানাধীন এ ভবনের মালিক ট্যানারি এসোসিয়েশনের সভাপতি মো. শাহিন।

মন্তব্য