১ হজযাত্রীর মৃত্যু
রিয়াদ: সৌদি আরবে হজ করতে এসে আব্দুস সালাম (৭৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর তিন হজযাত্রী মৃত্যুবরণ করলেন।
মক্কার ইব্রাহিম খলিল রোডের হোটেল আল ফজরে শনিবার মাগরিবের নামাযের পর আব্দুস সালাম মারা যান।
জানা গেছে, শানজারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে হজব্রত পালনের উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর সৌদি আরব আসেন আব্দুস সালাম। তার পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২
এর আগে মাসুদা খাতুন (৮২) ও মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) নামে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।