১ হজযাত্রীর মৃত্যু

রিয়াদ: সৌদি আরবে হজ করতে এসে  আব্দুস সালাম (৭৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর তিন হজযাত্রী মৃত্যুবরণ করলেন।

haji20140907210621-e1410144018146

মক্কার ইব্রাহিম খলিল রোডের হোটেল আল ফজরে শনিবার মাগরিবের নামাযের পর আব্দুস সালাম মারা যান।

জানা গেছে, শানজারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে হজব্রত পালনের উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর সৌদি আরব আসেন  আব্দুস সালাম। তার পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২

এর আগে মাসুদা খাতুন (৮২) ও মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) নামে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মন্তব্য